• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের উল্লেগযোগ্য ঘটনাগুলো নিয়ে গবেষণা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ১৮:২৪
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উল্লেগযোগ্য ঘটনাগুলো নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কর্নেল (অব.) শওকত আলীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এ সভার আয়োজন করে।

এম এ মান্নান বলেন, দেশের সঠিক ইতিহাসগুলো জানা না থাকলে একসময় দেশ থাকবে, সবকিছু থাকবে কিন্তু তরুণদের মনুষ্যত্ব থাকবে না। দেশের আবদান সম্পর্কে তারা জানবে না।

তিনি বলেন, আমাদের খুব বেশি ইতিহাস নেই, যা অন্যান্য দেশের রয়েছে, শত শত বছরের। আমাদের নিজেদের ইতিহাস শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস। সেগুলো সবাইকে জানাতে হবে, না হলে তারা পথভ্রষ্ট হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,গবেষণা,বাংলাদেশ,ঘটনা,এম এ মান্নান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close